ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় বাড়ছে কোভিডে আক্রান্তের সংখ্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ৩১ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নতুন করে মালয়েশিয়ায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। 

শুক্রবার মধ্যরাত পর্যন্ত দেশটিতে নতুন করে ৫৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ২৬ হাজার ১৬৪ জনে।

দেশটিতে করোনায় নতুন করে একজন মারা গেছেন। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৮৫২ জনে।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ কথা জানা গেছে।

সূত্র মতে, নতুন করে ৯৩০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনা থেকে মোট সুস্থ হয়েছে ৪৯ লাখ ৭৬ হাজার ৯৯০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১২ হাজার ৩২২ জন।

মালয়েশিয়ায় শুক্রবার ৩ হাজার ২৯১ জনকে করোনার টিকা দেয়া হয়েছে। দেশটিতে টিকার অন্তত এক ডোজ পেয়েছে ৮৬.১ শতাংশ লোক। মোট জনসংখ্যার ৮৪.৩ শতাংশ টিকার পুরো ডোজই গ্রহণ করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি